হঠাৎ বৃষ্টি ভিজছে সবুজ
ভিজে একশা মন
মেঠো রোদ্দুর নিমেষে উধাও
কোথায় আপনজন!

নিম্নচাপ আর ঝোড়ো হাওয়ায়
চুরি হয়েছে সুখ
ভারী বৃষ্টিতে ভাসছে ফসল
মানুষের কপালে দুখ!

কঠিন জীবন আসছে ধেয়ে
প্রকৃতির একি খেলা
রঙিন আলো হারিয়ে গেলো
দুঃখে যাবে বেলা!

ভাঙছে  ঝড়ে গাছ গাছালি
ভাঙছে মাটির ঘর
মৃত কান্না গরীবের কুঁড়েতে
করছে যে ঘরবার!

পড়ছে জল কুঁড়ের ভিতর
দুচোখে আসেনা ঘুম
প্রকৃতি এতো নির্দয় কেন
কুঁড়ে ভাঙছে দুমদুম!

       *******