কবিতা  -  পুরুষ
*************


বন্দিদশা দিনগুলো কেমন করে কেটে যাচ্ছে
না না এ জেলখানার বন্দিদশা নয়, এটা গৃহবন্দি জীবন
বেঁচে থাকার দুর্বিষহ লড়াই ...
দু মাস পেরিয়ে গেল, আর কতদিন
গৃহবন্দি জীবন কাটাবে পুরুষ মানুষ!


পুরুষ যদি কর্মহীন হয়
সংসারগুলো ভেসে যাবে একদিন
একটা মানুষের মুখ চেয়ে গোটা পরিবার
তালা ঝুলছে কল কারখানায়
অচল ট্রেন বাসও ...


উপার্জনের সব রাস্তাই বন্ধ
তার উপর প্রাকৃতিক দুর্যোগ  -
মরে বেঁচে আছি সব্বাই
ঝড় আসছে ঝড়, সঙ্গে প্রবল বৃষ্টি।


সবকিছু শেষ করে তবেই না শান্তি
দিনের আলোতেও ঘনিয়ে এসেছে আঁধার
গোটা পরিবারের কান্নার জলে ভেসে যাবে
অসহায় পুরুষ।


              ***********
রচনাকাল  -  ১৮|০৫|২০২০



***********************
      কবিতা  -  বাড়ন্ত কিশোরী
***********************


পুবের জানালায় বাড়ন্ত কিশোরীর অস্থির মুখ
আনমনে তাকিয়ে দহন ক্লান্ত আকাশের দিকে
মেঠো পথে ধূলো ওড়ে মাটির বুক থেকে।


উচাটন মন খুলে দেখো নীরব অভিমানে
খড়কুটোর মতো ভেসে যায় কিশোরীর অস্থির অনুভব
রঙিন স্বপ্নের হাতছানিতে দিশেহারা যৌবন।


শরীর জেগে উঠছে ঝাড় লন্ঠনের আলোর  মতো
শঙ্খচিলের ডানাতেও শোনা যায় ঘুঙুরের ধ্বনি
রাত বাড়তেই কিশোরীর শরীর থেকে চন্দনের সুগন্ধ ...


কত রাত বিনিদ্র কাটে এক বুক অভিমানে
নীল সমুদ্রের গভীর জলে ভেসে ওঠে সোহাগের ঢেউ
বসন্ত চলে গেছে, শরীর জুড়ে শুধুই কালবৈশাখী।


বাড়ন্ত কিশোরীর শরীরে এখন ভরা জোয়ার
নাভিমূল চেনা রাত খোঁজে বারংবার ...
শরীর কথা বলছে - সোহাগ ভালোবাসার।


অবরুদ্ধ দ্বারে করাঘাত করে শৈশব -
জানতে চায়, তুমি কেমন আছো
তোমার শরীরে এতো চন্দনের সুবাস কেন?


চমকে ওঠে কিশোরীর লাজুক শাড়ি
কখন সে ফ্রক ছেড়ে শাড়ি ধরলো জানেই না
এখন তার বড্ড লজ্জা করছে, সে নারী হয়ে গেছে।


              *********
রচনাকাল  -  ১৭|০৪|২০২০


***********************
       কবিতা  -  পাথরের দেবতা
***********************


হাওড়া ব্রিজটাকে ভীষণ কাঙাল লাগছে
এমন নিঃসঙ্গ রূপ কেউ কখনো দেখেছো
পৃথিবীর সমস্ত দর্শনীয় স্থানের কঙ্কাল দশা কেউ দেখেনি আজও।


সব ধর্মের দেবতারা আজ ক্ষুধার্ত
নিঃস্ব অসহায় ভুখা মানুষের মতো  -
দেবতাদের সেবা করার  মানুষগুলো আজ গৃহবন্দি
বেশ হয়েছে, শুধু মানুষই না খেয়ে থাকবে
তোমরাও না খেয়ে দেখো ক্ষুধার্ত মানুষের যন্ত্রণা!


তোমাদের সেবার জন্যে, পুজো দেওয়ার জন্যে
লক্ষ কোটি মানুষ উপোস করে, লাইনে দাঁড়ায় ...
তোমরা কি সত্যিই পাথরের দেবতা -
পৃথিবীর এই দুঃসময়ে তোমরা কেন নীরব?


সারা বিশ্ব কাঁদছে, লাশের মিছিল
কে করবে সেবা তোমাদের?
তবে থাকো তোমরা তালাবন্ধ হয়ে
শেষ দৃশ্যে কি করো তোমরা, তাকিয়ে গোটা বিশ্ব।


             *********


রচনাকাল  -  ১৩|০৫|২০২০