বাঁধবো সবার হাতে রাখী
দেখবোনা কোন জাত
বিপদে সবাই থাকবো পাশে
হোকনা নিশুতি রাত।

ধনী গরীব সবাই সমান
সবাই সবার বন্ধু
রাখী বন্ধনের মিলন উৎসবে
হৃদয় করো সিন্ধু।

এসেছে বড় কঠিন সময়
দুর্দিনে বন্ধু চাই
সুখের দিনে বন্ধু হলে
লাভ তো কিছুই নাই।

রাখী বন্ধন হয়না যেন
শুধুই সুতোয় বাঁধা
অটুট বন্ধুতা চাই সবারই
যেমন কৃষ্ণ রাধা।

নতুন প্রভাতে আলোর দিশা
দুঃসময় হবে দূর
হৃদয় দুয়ার উজাড় করে
বাঁধবো নতুন সুর।

   ****

রচনাকাল - ০৩/০৮/২০২০
রাখী বন্ধনের দিন