হাসছে নদী ধুকছে মাঠ শুকিয়ে গেছে সবুজ
মানুষ প্রকৃতি গোপন লড়াই মানুষ বড়ই অবুঝ।


শিমুল পলাশ আগুন লাল রঙিন নারী হৃদয়
ওষ্ঠে হাসি দিয়েছে ধরা হৃদয় হয়েছে সদয়।


প্রকৃতির রূপ উজাড় করে গাইছে প্রেমের গান
উদাস বাউল একতারা হাতে বাজায় মধুর তান।


পরিযায়ী দল ফিরছে ঘরে শীতের হয়েছে ছুটি
আবার আসবে আগামী শীতে ঋতু যে মাত্র ছ’টি।


কুয়াশায় ঘেরা সবুজ বনানী সোনালী আকাশে ভোর
শাখায় শাখায় ডাকছে কোকিল খোলো গো হৃদয় দোর।


         ******