সন্দেহবাতিক মনটা নিয়ে থাকলে সারাটা জীবন
ভাল মানুষ কখন হবে আসবে যখন মরণ!

নজর তোমার খুবই খারাপ মনটা হল কালো
সন্দেহ করা দাওনা ছেড়ে লাগবে তোমারও ভালো!

বয়স তোমার হল আশি গেল না তোমার দোষ
সন্দেহ করা স্বভাব তোমার দেখাও শুধু রোষ!

কাজের কথা যাও ভুলে মনে নেই তো হাসি
সব্বাই বলে কবে মরবে বয়স তো হল আশি!

দেশের দশের সেবা করাই তোমার নাকি কাজ
সন্দেহবাতিক কাটালে জীবন নেই কী কোন লাজ!

ভাল ছিলাম আগে আমি বললে হেসে দাদু
রূপসী বউ আমার ঘরে করলে সে তো জাদু!

সন্দেহ করা গেল বেড়ে সকাল থেকে সাঁঝ
ভুলেই গেছি আমি পুরুষ ওটা নারীর লাজ!

       *****