মাটির ঘরে সারাটা বছর
সর্দি জ্বর কাশি
ঠাণ্ডার রোগ লেগেই আছে
খাবার সবই বাসি!

দু’বেলা জোটেনা সবার খাবার
বড়রা থাকে উপোষ
কখনও খিদেয় শিশুরা কাঁদে
সবই কপাল দোষ!

জীর্ণ শরীরে রোগের বাসা
চোখগুলো সব গর্তে
শ্বেত পত্রে লিখেছে মরণ
বিনা অনুমতির শর্তে।

চোখের কাজলে মায়াবী স্বপ্ন
জীবন বাজির খেলা
মাটির দাওয়ায় বসেনা ঈশ্বর
সময় গোধূলি বেলা।

মাটির মানুষ মাটির দুয়ার
মাটির নেই দাম
গরীব জীবন ফিকে রোদ্দুর
শরীরে রক্ত ঘাম!

   ****

রচনাকাল – ১৪/০৯/২০২১