বুকের জমিতে নেমেছে সওদাগরের ভেলা
উজান টানে ভেসে চলেছে হৃদয়ের সওদাগর
নারী শরীরের অরক্ষিত অঞ্চল জুড়ে শুধুই তৃষ্ণা
বাঁধ ভাঙা স্রোতে হয়তো সবই যাবে ভেসে একদিন।


খিদের ভাষা জানেই না ভিনদেশী সওদাগর
নারীর অন্দরমহলে এক অলিখিত সৌরভের সুগন্ধি
চাঁদের মোলায়েম জ্যোৎস্নার আলো হৃদয় আলোকিত করে
প্রতিটি নারী হৃদয়ে লুকিয়ে চাঁদের আলোর গোপন মহিমা।


মাটির উঠোনে শুয়ে আছে ভোরের কুয়াশা
ফুল পাখিরা এখনও জাগেনি রাতের নিরবতা ভেঙে
ভিনদেশী সওদাগর খুঁজে বেড়ায় তার প্রথম যাত্রাপথ
পথ হারিয়ে দেখা পেয়েছে এক লাবণ্যময়ী অপরূপা নারীকে।


নারীর সারা শরীর জুড়ে চাঁদের আলোর মায়াবী সৌরভ
ভালোবাসার বন্দর যে এত সুবিশাল সওদাগরের তা অজানা
অনন্য এক অনুভুতি সারা নারী শরীর জুড়ে খেলা করে
নূপুরের শব্দে জেগে ওঠে ভোর, সওদাগর তখন অঘোরে ঘুমায়।


         ********