কলমের কখনো হয় না মৃত্যু
কবিরা হয় অমর
জীবনের গান কবির কলমে
লেখে কঠিন সমর।


ছন্দের যাদু তোমার কলমে
আজীবন করলে সৃষ্টি
সময়ের বাঁকে থমকে জীবন
কবিতা বাঙালির কৃষ্টি।


শঙ্খের ধ্বনি আকাশে বাতাসে
সাহিত্যে অপূরণীয় ক্ষতি  
তোমার শূন্যতা বোবা কান্নায়
ছড়ালে আলোর জ্যোতি।


শঙ্খ ঘোষ প্রণমি তোমায়
জানাই শেষ বিদায়
বাংলা সাহিত্যে তোমার অবদান
সমীয় করেছে আদায়।


সোনার কলমে থাকবে লেখা
শঙ্খ ঘোষের কাব্য
কবির মৃত্য হয় না কখনো
আমরা সবাই নাব্য।


  ****


রচনাকাল – ২২/০৪/২০২১