আমার খুব সাধছিল কবিতা পড়ার,
সাধ ছিল লাল খামে তোমার জন্য একটা পত্র লিখার।
ভালবাসা খুঁজতে খুঁজতে আমি খুব ক্লান্ত,
সেদিন গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছিল হয়নি বলার।
এত অপেক্ষা সবাই কি ভাবে করে জানি না?
মন যেন শরৎতের অাকাশ হয়ে আছে।
কখনো রোদ্র,বসন্ত,শীত রংধনুতে মাতোয়ারা,
আবার ক্ষণে বৃষ্টির আনাগোনা পাঁছে।
এখন যেন মনে হয় মন খারাপ হলেই বৃষ্টি ঝরে,
এত ভাব গগনের হৃদয়ের সাথে বুঝি না!
তাই তো আর অমন করে ভাবি না মিছে মিছে,
স্মৃতির মায়া জালে তোমায় কখনো খুঁজি না।
পড়ন্ত বিকেলে হাটব দুজনে কোনো ছায়া কাঁননে,
সাধ ছিল ঝিলের জলে নৌকা চড়ব নির্জনে।
চন্দ্রীমা চাঁদের এত আলো তবু মন নেই ভালো,
তার মাঝে দেয় না দেখা প্রিয়মুখের হাসি গোঁপনে।