রাধা প্রেমে মজব আমি
তবু কৃষ্ণ হ'ব না!
রবি কিরণে দগ্ধ হলেও
মন পোড়াব না!
প্রেম সাগরে ডুবব আমি
জল তো ছোঁব না!
তোমরা বলো মন্দ মন্দ
মন যে মানে না!
** কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে আঘাত করার জন্য নয়, শুধু মাত্র
কবিতার স্বার্থে লেখা।
রাধা প্রেমে মজব আমি
তবু কৃষ্ণ হ'ব না!
রবি কিরণে দগ্ধ হলেও
মন পোড়াব না!
প্রেম সাগরে ডুবব আমি
জল তো ছোঁব না!
তোমরা বলো মন্দ মন্দ
মন যে মানে না!
** কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে আঘাত করার জন্য নয়, শুধু মাত্র
কবিতার স্বার্থে লেখা।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৪৪টি মন্তব্য এসেছে।
ভাল লাগল কবিতা পাঠে। শুভেচ্ছা রইল প্রিয় কবি। ভাল থাকবেন।
বাঃ দারুণ লিখলেন কবি
ভাল লাগল পড়ে
দারুণ সুন্দর একটা অনুভূতির প্রকাশ ঘটিয়েছেন ।খুব ভালো থাকুন শ্রদ্ধেয় কবিবর আন্তরিক অভিনন্দন রইল নিরন্তর ।
খুব ভাল বিষয়বস্তু। শুভেচ্ছা অশেষ ।
আমার যেমন বেনি তেমনি রবে, চুল ভিজাব না।
(লোকগীতি) শুভেচ্ছা অনিবার।
অনন্য ভাবনার অসাধারণ ব্যঙ্গাত্মক কাব্যিকতায় মুগ্ধ প্রিয় কবিবর। অনেক ভালো লাগা রেখে গেলাম প্রিয়। শুভেচ্ছা অন্তহীন। ভালো থাকবেন সতত। শুভ রাত্রি।
তোমরা বলো মন্দ মন্দ মন যে মানে না- অসাধারণ লাগলো! ভালো থাকবেন কবি বন্ধু সবসময়।
জল থেকে মাছ ধরব
জল গায়ে মাখবো না ...
খুব সুন্দর কবিতা, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা ৷
হা হা দারুন ব্যঙ্গাত্মক লেখা!
শুভেচ্ছা ও ভালোবাসা রইলো অগাধ প্রিয় কবি। শুভ রাত্রি।
অনেক ভাল লাগল কবিতা পাঠে। শুভেচ্ছা রইল প্রিয় কবি।
"পান খাবো চুন খাবো ঠোট রাঙ্গাবো না,ফুল হবো ওলির ঘুম ভাঙ্গাবো না!"অনন্য উপস্থাপনায় মুগ্ধ হলাম।সদা ভালো থাকুন।শুভেচ্ছা ও শুভকামনা রইলো চিরন্তন প্রিয় কবিবর।
দারুন ভাবনার অনন্য কাব্যিক উপস্থাপণ!
মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি।
শুভ কামনা রইল।
সুন্দর উপস্থাপনা।সুন্দর অনুভবের প্রকাশ কবিবর। শুভকামনা সতত।
যেমন বেনী তেমনি রবে চুল ভিজাব না--।
অনন্য সুন্দর নির্মাণ।
শারদ শুভেচ্ছা।
রঙ্গ রসে ভরপুর। রবি কিরণে >"রবির তাপে" করা হলে ছন্দ ঠিক হয়। শুভেচ্ছা রইল।
না না পা ভিজাবো না
নামবো জলে।
অনেক অনেক শুভেচ্ছা।
কবিতার স্বার্থেই পাঠকদের জন্য অনন্য সুন্দর মিনি কাব্য সৃষ্টি হয়ে গেল।
আন্তরিক শুভকামনা জানবেন প্রিয় কবিবন্ধু।
অনেক অনেক মুগ্ধতা রেখে গেলাম।
মুগ্ধ !
মহত্যের চমৎকার প্রকাশ কবি দা
খানিকটা ব্যঙ্গাত্মক সুরে লেখা।
ভালই লাগলো।
ভালো থাকুন প্রিয় কবি বন্ধু।
আমি মাঝে মাঝে আমার কোন কোন কবিতার ফুটনোটে লিখে থাকি, কবিকে খুঁজো না তার কবিতায়/কবিতায় উঠে আসে চারিপাশে যা ঘটে যায়।
-এটি তেমনই একটি কবিতা।
সুপ্রভাত কবি । বাহ বেশ বলেছেন ।
সুন্দর ছন্দোবদ্ধ কবিতা।
ভালো থাকবেন,কবিবন্ধু।
রূপকে "বৈধ অবৈধ" , সুন্দর ! মনে ধরা কাব্য !
অশেষ শুভকামনা, প্রিয়কবিকে ।
অবস্থান স্পষ্ট।ভাল লাগল।
বাঃ সুন্দর কবিতা। সুভেচ্ছা সতত প্রিয় কবি।
কবি-মনের কোনদিন বয়স হয়না----------
সে হিসেবে অবৈধতা মন্দ কি??
দারুণ-----------
'আমার যেমন বেণি তেমনি রবে
চুল ভিজাব না'
শ্রদ্ধা রইল দাদার কাব্যপদে-পাদুকায়।
দারুণ উপলব্ধি বোধনের "বৈধ অবৈধ" নামক নান্দনিক কাব্য রূপায়নের অতি বাস্তব লেখণীর ছান্দসিক কাব্যিকতায় মুগ্ধ হ'লাম আসর বরেন্য শ্রদ্ধেয় সুপ্রিয় কবি বন্ধুবর।আন্তরিক শুভেচ্ছা নিবেন। ভাল থাকুন কবি প্রিয়।
মনেরতো বেশ বয়স হলো কবিবর! কত আর----।
ওসব কনিষ্টরাই করুক না হয়!!
শুভকামনা প্রিয় কবি।
মুগ্ধ হলাম, শুভ কামনা কবি, পাতায় আমোন্ত্রণ
তুলে আছাড় মারব প্রিয় কবি যারা জল খাবে অথচ জল ছুঁবে না। আন্তরিক শুভকামনা রইল।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.