কত আর দুরে রাখিবে আমারে
সইতে পারিনা আর,
সারাক্ষণ ভাবি চেয়ে চেয়ে থাকি
নিপাতন যে আমার।
তোমাকেই খুঁজি খুঁজে খুঁজে মরি
পাইনা যে তার কুল,
অসহায় শেষে ভাবি বসে বসে
করেছি কোথায় ভুল।
চলিবার পথে বাধা থাকে সাথে
হতেই হবে যে পার,
আপনার আজি নহে কেহ আর
যার যার তার তার।
নির্ধারিত কাজে মরি শত লাজে
ভুল হয় শত জানি,
অবহেলা করি আশঙ্কায় মরি
শ্রেষ্ঠত্বে তোমায় মানি।
ক্ষমা করো মোরে নিঃস্ব কাঙ্গালেরে
ক্ষমা ভূষণ তোমার,
সান্নিধ্যে তোমার রেখো মোরে প্রভু
আপন হও আমার।