ঘরে তোর বসত করে কোন পাখি
ও মন পাখি...
আলতো করে ছুঁয়ে দেখ কোন সখি,মন পাখি
সরমের ভেলায় কেন মুখ ঢাকিস,খোল আঁখি
ও মন পাখি..
ঘরে তোর বসত করে কোন পাখি
ও মন পাখি...
স্বপ্নে তোর আসে কোন নীল পাখি,ডাক হাঁকি
ঘর কেন ফাঁকা রাখিস মন পাখি,খোল আঁখি
ঘরে তোর বসত করে কোন পাখি
ও মন পাখি...
নীড় হারা পাখি কত ঠাঁই খোঁজে,খোল আঁখি
আকাশ-বাতাস ক্রন্দনে ঐ যায় হাঁকি,দেখ পাখি
ও মন পাখি-
ঘরে তোর বসত করে কোন পাখি
ও মন পাখি...
প্রেম সুধা ছড়িয়ে দিয়ে চল হাঁকি,দেখ দেখি
জীবন কত মধুর হবে বল দেখি,ভাব পাখি
ঘরে তোর বসত করে কোন পাখি
ও মন পাখি..
ঘরে তোর বসত করে কোন পাখি


===========================
** এই গীতি কাব্যটি প্রিয় কবি শরীফ আহমেদ সাহেবের "অবুঝ মন" কবিতার কমান্ট বক্সে সৃষ্টি।কবির নিকট আমি চির কৃতজ্ঞ  থাকলাম।অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি কবির প্রতি।