আমি একলা পথিক হারিয়ে যাচ্ছি যে ভ্রষ্ট নীড়ে
তবু কেউ বলল না এসো ফিরে
আমি যাচ্ছি চলে অনেক দূরে তবু কেউ বলল না
কেউ বলল না ফিরে এসো আপন ঘরে।।


কাঁটা তে ঘেরা অরণ্য পেরিয়ে যাচ্ছি হারিয়ে  
কেউ বলল না কোথায় যাচ্ছ আমায় ছেড়ে
আমি যাচ্ছি হারিয়ে যে চোরা বালির সাগর বেলায়  
কেউ বলল না রাগ করো না ফিরে এসো।


মরুর পথে মাথার পর একটা রবি জ্বালিয়ে দিল  
কেউ বলল না ছায়ায় ঘেরা গাছের নিচে একটু বস
আমি পায়ে পায়ে মহা শূন্যে যে হারিয়ে যাচ্ছি
তবু কেউ বলল না মাথার দিব্যি ফিরে এসো।।