আজ আমি ক্লান্ত প্রাণ এক
এখন আমার সঙ্গী একাকী নৈঃশব্দ্য;
তাই আজকে আমার কাছে তুচ্ছ সব-
রৌদ্রের সোনালী মদ,
অন্ধকারের ঐ নীল রস,
হীরক কোষের মত উত্তাল সমুদ্র,
ষোড়শী বালিকার মত চঞ্চল নদী,
কোলাহলের মত জীবন্ত ঝর্ণা ধারা,
যৌবনের মত ডানা মেলা ক্লান্ত পাখি,
সব কিছুই আমার কাছে তুচ্ছ আজ।


আমার সঙ্গী এখন একাকী নৈঃশব্দ্য;
আজ নৈঃশব্দ‍্য আমার সাথে কথা বলে,  
কষ্ট পেলে যেন আমাকে ভুলিয়ে রাখে
অপরূপ চুলের বিছানায় প্রিয়সি
যেমন তার প্রেমিক কে ভুলিয়ে রাখে।


তাই আমি আর যে ফিরে যেতে চাইনা
অন্ধ হৃদয়ের উল্লাসে চাষ করা কৃষ্ণ মাটির পৃথিবীতে;
আমি এখন শুধুই একাকী এ জীবন কাটাব
নৈঃশব্দ্যের সাথে।।