অসময়ের বেড়াজালে সময় যখন আটকে থাকে
কচুপাতায় বৃষ্টির ফোঁটাও তখন পারদ মনে হয়
মনের ভেতর শুরু হয় বিতৃষ্ণার চাষাবাদ
রক্তের ভেতর জড়িয়ে যায় অসময়ের গন্ধ
সুগন্ধি আতরের ঘ্রাণেও যেন দুঃখ ভেসে আসে
বাতাসে উড়ে বেড়ায় স্মৃতি ঘেরা নীল সরীসৃপ।


তবুওতো সময় চলে যায় বহমান নদীর মত
শুধু জীবনের পরিসর ঘিরে রাখে নীল কষ্টের গিটার
তখন হৃদয় পুরে কেঁদে বেড়ায় ভেতরের শিশু
চোখের কর্নিয়া গুলো ধূসর হতে হতে ঝাপসা হয়।


জীবনের মঞ্চে দ্রুত চলে যায় সুসময়  
শুধু অসময় গুলো বলে যায় মানুষের পরিচয়...