শেষ বিকালের আলো তোমার চোখে তখন!
শুধু চেয়ে গেলে এই চোখে পাইনি উত্তর;
এক নম্বরে 'তিস্তা-তোর্সা' আজিমগঞ্জ স্টেশন।


দিগন্তে খেলে মেঘ আকাশে করে নিমন্ত্রণ-
নেমে আসি নীচে আমার কামরা 'এস-ফোর'
শেষ বিকালের আলো তোমার চোখে তখন!


সিগন্যাল লাল ছিল প্ল্যাটফর্মে করি বিচরণ
মেঘের তারায় লিখে খুঁজে গেছি আপনার দোর;
এক নম্বরে 'তিস্তা-তোর্সা' আজিমগঞ্জ স্টেশন।


চুলগুলি ছেড়ে দিয়ে হেঁটে গেছ মেহেদি তর্পণ;
হঠাৎ তোমায় দেখে সুহাস্য কাঙ্ক্ষিত লহর
শেষ বিকালের আলো তোমার চোখে তখন!


মৃত সেই নিমতরু তলে আমাদের খুশি প্রহসন!
মিছামিছি হেঁটে গেছি ওই পিছে দেখিতে নজর
এক নম্বরে 'তিস্তা-তোর্সা' আজিমগঞ্জ স্টেশন।


সিগন্যাল সবুজ হয়, ট্রেন ছেড়ে দেয় ততক্ষণ
চোখ বুজে দেখে গেছি সেই রূপ খুশির প্রহর!
শেষ বিকালের আলো তোমার চোখে তখন
এক নম্বরে 'তিস্তা-তোর্সা' আজিমগঞ্জ স্টেশন।
            -------