এসো না মানুষ আমরা সকলে
চল পণ করি যাই এক সাথে
পাঠশালা বা কর্মতে করতে
পড়া-লেখা বা ভাল কাজ করে
পড়া-লেখায় বা কর্মে হইবো কর্মঠ
তবেই তো আমরা একদিন হইবো প্রকৃত মানুষ।
সমাজই দেখিবে একজন গুণি মানুষকে;
দেখিবে জীবনটা আপন মনে নিচ্ছে
সেই সৌরভের সুশোভিত স্বাদ
সেই সুখ নামক পার্থিব মনের
অপূর্ব অনুভূতির চাওয়াতে পাইবে
যা প্রাপ্তিতে অকল্পনীয় সেই সুখ!


সুখ সুখ করে শুধুই যদি খুঁজে ফিরি
সারাটি জীবন হেয়ালিপনাতে কাঁটাইয়া
জীবন কি করিয়া আসিবে সেই সুখেরই
স্বাদ গ্রহণের অরণ্য রোধন।
সুখ নামক জীবনের অপূর্ব ও নয়নের অন্তধামে
চাওয়া-পাওয়াতে করা যা্য় যদি সেই কঠোর
পরিশ্রম ও অধ্যাবসায় তবেই তো মিলিবে
মানব জীবনের সেই সুখ নামক পার্থিব আশা
ব্যঞ্জক অপলক অর্ন্তধামের প্রাণাস্থার স্বাদ।।


তাই তো আমরা মানুষরা পরশ্রীকাতর নহে
অপরের গুণের প্রতি হিংসা মন ভাব নহে;
অন্যের ভাল গুণের প্রতি গুণাম্বিতে মুগ্ধ হয়ে
প্রস্তুতি নাও না নিজেকে জাগ্রত করার দেখবে
প্রচেষ্টা এমন একটি হাতিয়ার নিজেই এক দিন
প্রতিযোগির থেকেও ভাল ফলাফল করতে
পেরেছো তোমারই জীবনে তবেই তো জয়
পাইবো আমরা সেই সুখ নামক আস্তার স্বাদ
গ্রহণে জীবনের নৈতিকতা, সততা, একাগ্রতা,
কর্মনিষ্ঠা, সময়ের সদ ব্যবহার করা, কোন কাজেই
অবহেলায় সময় অপচয় না করা!
দেখবে জীবনটাতে অন্যরকমের সুখ করতে পারা
যাবে যা নাকি নিজেও এক সময় ভাববে কি ছিলাম
আর আজ কোথায় এসেছি অনাবিল সুখ জীবনের
সৃষ্টি কর্তা কি না করতে পারেন সত্য নিষ্ঠায় মানব
কল্যাণে।


তাই সুখের পিছনে বিনা কারণে শ্রম না দিয়ে
কর্মজীবন যদি করতে পারি কর্ম নিষ্ঠায় পবিত্র
তবেই তো সময়ই বলে দিবে তুমি কি যে সুখী
যার শেষ নেই এহজগৎ ও পরজগতের প্রাপ্তি
সেই সুখ যা পাওয়ার তাই তো পাইবে;
সুখ নামক পার্থিব এহজগৎ ও পরজগতের।
===×××===
===×××===
বাণী: হে মানব! জীবন গড়ার স্বপ্নে বিভোর হও!! সৎ হও ও সঠিক জীবনের উপলব্ধি বুঝে নিজ যোগ্যতা অর্জন কর; বিধাতার নিকট চাও দেখবে জীবনে যা ভাল চেয়ে ছিলে তার চেয়েও অনেক সন্মান যশ খ্যাতি আল্লাহ হতে প্রাপ্য হবে।।