(১) রূপ-কন্যা


সবচেয়ে সুন্দরী যাকে আমি দেখেছি, তার সাথে গল্প করেছি।


       সে বলেছে তোমার কথা
     বলেছে তুমি হাঁটতে পারনা, গাইতে পারনা, শুধু এক 'লাহিড়ি' নাচ্ নাচ।


    আমি কঙ্কাবতী থেকে এক দন্ড এনে দেব- তুমি হাঁটবে, গাইবে, নতুন সুর ধরবে।



(২)মা


যদি বলে মা তুমি কেমন
বলব স্বর্গের সমান।


যদি বলে কেমন তোমার আচরন
বলব স্বর্গের হুরের চেয়েও বেশি।


    আমি এ পৃথিবী ত্যাগ করতে পারি তোমার জন্য।
তোমার জন্য আমি দৈত্যকে দানব বলতে পারি।



(৩) তোমার জন্মদিন


আজ তোমার জন্মদিন।
তুমি প্রতিদিন জন্মদিন পালন কর।


প্রতিদিন যেন একজন করে ঘরে ঘরে তোমার মত জন্মায়।


(৪)' সেই'  ( গীতি কবিতা)


মনে ছিলে, গানে ছিলে, প্রাণে ছিলেনা
সুখে ছিলে, দুখে ছিলে, বুকে ছিলেনা।


কত রং যে ওঠে ওগো সেই কাজলটায়
রঙে রঙে এ রং যে রঙমেলায় মেলায়।


রা     রা       রা      রা         রা   রা
তুমি ছিলে, তুমি ছিলে, তুমি ছিলে 'না'।


কেমন করে বলব আমি সেই গল্প টা
বুকের ভেতর ঝড় ওঠে,  দেখা তো যায়না।