উচু নিচু আগুপিছু
কত পথ পাড়ি,
কত ফুল কত ভুল
পথে সারি সারি!


কত আশা ভালবাসা
কত প্রেমপ্রীতি,
কত রঙ কত ঢঙ
কত গীতি স্মৃতি!


কত হার নেই তার
হিসেবের শেষ;
ভয়ভীতি রাঙাতিথি
ফাগুনের রেশ!


কত নদী নিরবধি
কত জল নিয়ে-
মিশে হায় বালুকায়
পথ পাড়ি দিয়ে!


বেলা শেষে মন ঘেষে
দুরুদুরু ভয়;
দ্বীন বেশে তুই এসে
খুঁজিস আশ্রয়!