ঘ্যাঘো-ঘ্যাঘো ডাকলো যখন
     কোলাব্যাঙের পিসি-
বৃষ্টি মেয়ে আসলো ধেয়ে-
    ঝরলো দিবা-নিশি!!


সোনাব্যাঙের পোনাদেরও
    টুটলো রাতের ঘুম;
খালে-বিলে, সবাই মিলে
    বেজায় খুশীর ধুম!


গেছোব্যাঙের মেসো তখন
     হুকায় দিলো টান;
গুড়গুড়িয়ে কাঁদলো আকাশ
     আসলো নদে বান!


বানের জলে-ই রসাতলে
      ঝিঁঝিঁব্যাঙের ঘর-
সেদিন থেকে পাল্টে গেছে
     কুনিব্যাঙের স্বর!!