শংকা কিছু অমুলক নয়-
মেঘের মতো জমছে ভয়
উঠবে ঝড়
ভাংবে ঘর
বহু জীবনের হবেই ক্ষয়!
               ক’দিন পর!


পড়বে চাপে অর্থনীতি
কর্ম হারার জাগবে ভীতি
বাড়বে ত্রাস
কড়াল গ্রাস
ভাই হারাবে ভাই’র প্রীতি
              বোধের হ্রাস!