বেশ করেছো।
শুকতারা জ্বলতে দেখনি, তুমি রুপোর চাঁদ ভালোবেসে!
ঠিক করেছ তুমি, হেসে আজ জীবনের মোহনায় ভেসে।
তোমার জীবন, একান্তই যে তোমারই।
জানি, শিউলির ঝরা ফুলেই রচনা হয় ভোরের ঘাস শিল্প,
পিতলের সাজি ভরে পূজার আলপনায়!


অথবা, জানো না কি এ শহরে ট্রামের বয়েস বাড়েনা কখনও!
ওয়েলেসলীর ইস্পাত ঢালা লাইনের উপর গড়িয়ে কঠিন হৃদয় নিয়ে,
মর্গের পাশ কাটিয়ে, বিজ্ঞাপন গায়ে মেখে চলে অবিচল!


বিপণনের দুনিয়ায় প্রেম : এক হিসাবের ভালোবাসা।
অলংকৃত অহংকারের সালংকারা শৃঙ্গার!
মৃতের কপালে চন্দনের ফোঁটা আর মঙ্গল চিহ্ন নয়,
হেমন্তের শিশির ভেজা মহানগরীর হ্যালোজেন আলো জানে না তা!
কামনার রূপ শয্যায় তাই আজ অকাল বসন্তের নিবিড় আয়োজন!