এমন কোনো ঝড় নেই
যে তোমার কর্মঠ হাতগুলো
ভেঙে মুচড়ে দিতে পারে,
তোমার স্বপ্নের সব শেকড় ছিঁড়ে
তোমায় উপড়ে ফেলতে পারে,
এমন কোনো ঝড় নেই
যার দুর্নিবার আঘাত
তোমার শক্তিশালী হৃদয় পল্লবকে
উড়িয়ে নিয়ে যেতে পারে।
তুমি অকারণ ভয় পাচ্ছো...
এমন কোনো ঝড় নেই
যে তোমার মনোবলের কান্ডকে
নাড়িয়ে-ঝাঁকিয়ে-কাঁপিয়ে
তোমায় তছনছ করে
ধূলোয় মিশিয়ে দিতে পারে!
ইস্পাতের মতো মজবুত
তোমার মানসিকতা মুছে দিতে পারে,
অভিকর্ষের মতো দৃঢ়
তোমার পদক্ষেপ নুইয়ে দিতে পারে
এমন কোনো ঝড় নেই!
তুমি এগিয়ে যাও আলোর পথে
নিশ্চিন্তে, একবুক আশা নিয়ে;
তোমার প্রবল পরাক্রমের সামনে
বুক ফুলিয়ে দাঁড়াবে...
এমন কোনো ঝড় নেই।