চামড়ার অনু ভাঁজে, বেহায়ার ছাপ,
কপালের রেখা যথা, অধোবাস মুড়,
খাঁজকাটা অবয়ব, থরে থরে পাপ!
বাজখাঁই স্বর ভ্রম, নাপিতের খুর!


রাশভারী আচরণ, ডাইরিয়া মুখ,
মুখ থেকে বের হয়, সেতখানা জল
আঁজুমানে বিতরণ, অবতল সুখ,
ক্ষমাহীন পাপাচারী, ষোল আনা ‍ছল!

সুখে-দুখে মিলেমিশে, চলছিলো বেশ
কুটচালে চরাচর, ভেঙ্গে খান খান,
পরিবার বিভাজন, ভাই-ভাই রেষ,
নরকের আগ জ্বলে, তকলিফ প্রাণ!


চারদিক ঘিরে ফেলে, অগণন পাপ,
গোর ডাকে ইশারায়, দেয় অভিশাপ!
-----------------------------------------
(শেক্সপীয়ারীয় সনেট, অক্ষরবৃত্ত ছন্দ, পর্ব বিন্যাস ৮+৬, মিলবিন্যাস-কখ কখ,গঘ গঘ,ঙচ ঙচ,ছছ)
(শব্দার্থ : মুড়<ভাঁজ, / আঁজুমান<সমাজ, সম্প্রদায়, গোষ্ঠী / অবতল<মিথ্যা, ফাঁকা, ফোঁপরা, অন্ত:সারশূণ্য / সেতখানা<পায়খানা, মলমূত্রত্যাগের স্থান।