কেউ শব্দ করোনা ও ঘুমোচ্ছে ।
জাগলেই বলবে মা মাথায় ভীষণ যন্ত্রণা ।
ভীষণ যন্ত্রণাতে ওর মুখটা কালো হয়ে গেছে।


এখন বোধহয় আর কোনও যন্ত্রণা নেই ;
কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সাদা চাদরে ।
ওর গলায় রজনীর মালা কেন? ও ভালবাসেনা
এখন পলাশের দিন ওর বরাবরের পছন্দ;


কেউ চোখের জল ফেলনা;
ওকে সবাই মিলে এবার বিদায় দাও...
অনেক যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছে...
ওকে নিয়ে  যাও পায়ে পায়ে চিরশান্তির দেশে।  
কেউ কিন্তু কোন শব্দ করোনা ও ঘুমাক।