বাছা,সময় এখন বিশেষ ভাল নয়রে ;
দিনের বেলায় কেমন আঁধার নামেরে।
মানুষগুলোর মুখে যে হাসি দেখিনারে,
মুখ মুখোশে ঢাকছে কেন বুঝিনারে ?


ভাল আছি ভাল থাকিস বাসাতে থাকিস;
খুদকুড়ো যা পাই তাতেই খিদে মেটাস।
বায়না করে আজ মিথ্যে কেন জ্বালাস?
সময় আসবে যখন মিটিয়ে দেব আশ ।


বুকের হারা নিধি, সোনার বাছা আমার
থাকবি দুধে-ভাতে এই কামনা প্রানের।
আশায় আশায় কেমন দিন হয়ে যায় পার!
সোনালীদিন অধরায় থাকে স্বপ্ন যে চুরমার।


বিশ্বজুড়ে এই ছবিটাই ছড়িয়ে ছিটিয়ে থাকে,
নতুন দিনের স্বপ্নটাকে কুড়িয়ে বুকে রাখে ।
আগামী দিন অঙ্গন জুড়ে আনন্দ ছবি আঁকে
কচিডানা রবির আলো ঝিকমিকিয়ে মাখে।