অর্ধ সত্যের অনুভবে প্রাণপণে খুঁজি সফলতা
আলাদা আলাদা রঙের সমারোহে আঁচড় কাটি
কখনো ভাবিনি এই গ্রহে আলোর উৎস একটি
নগ্ন নিষ্ফলতায় সব এক হলেও মানি না সে কথা।


হতে পারিনি একটি গাছের মতন, এত দিনে
বহুকাল হল বসবাস এই গ্রহে, নেই অনুভবে
আলোর ঊষ্ণতায় বেড়েছি; তাও ভুলেছি মনোভাবে
মলিনতা বিলিয়ে সব পেতে চেয়েছি অর্থমূল্য গুনে।


সময়ের সমুদ্র পারে মৃত ঝিনুকের ক্ষয়ে যাওয়া কণা
ধরা পড়ে না স্থবির ভাবনায়; পেরিয়ে আসা ইতিহাস
বধিরতায় উপেক্ষিত; মূল্য নির্ধারণে ক্রান্তিকালের অট্টহাস
শিশির কণা নয়; বিক্ষুব্ধ তরঙ্গের বিনাশী উদত্য ফনা।


অনেক সংকল্প অনেক আশার গতিপথ হয়ত মুছে যাবে.
অনেক বিনাশ সাঙ্গের ফলে অজ্ঞাতে বিনাশী জাতক জন্ম নেয়  
সময়ের সীমা মুছে অন্ধকার এগিয়ে এসে সত্যের সাক্ষী দেয়    
গ্রহণ কালে আলোর জন্য কাঁদলেও, আলোর দেখা কি পাবে !  


সোনারপুর
০২.০৫.২০২০