ঠগ রঙ্গ চমৎকার ত্রিভুবন জুড়েই কারবার
আদিকালেও ঠগ মাহাত্যে হয়েছিল অসুর শ্রমিক বঞ্চিত
সমুদ্র মন্থনের ফল ধর্মশাস্ত্রেই হয়েছে লিপিবদ্ধ
দেব নারায়ন যাননি বাদ,  ঠগ কর্মযোগে অংশ গ্রহণ
স্ত্রীবেশে মোহিনি রুপ করেছিলেন ধারন
দেবা-সুরের দন্দ নিস্পত্তি নিমিত্ত করে ছিলেন অমৃত বন্টন
আজো চলে একই খেলা নিত্য, সভ্য সমাজ মাঝে
কোন ধর্ম রক্ষা পায় এমত রঙ্গে সকাল সাঁঝে।


সোনারপুর
৩০/০৯/২০১৯