গড়ার গরিমা
বোরহানুল ইসলাম লিটন
=============
সৃষ্টি দিয়ে ভরছে প্রভু
রঙ্গ সুখের ধরা,
নিত্য নব কর্ম হলো
মানব জাতির গড়া।
গড়ছে কেহ ভাঙছে কেহ
নেইকো যে তার শেষ,
হাত গুটিয়ে থাকতে বসে
বলছে বা কেউ বেশ।
ফসল মাঠে গড়তে কৃষি
করছে কৃষক খেলা,
শ্রম বাজারে শ্রমিক মাঝে
সদ্য গড়ার মেলা।
দালান কোঠা গড়ছে কেহ
কারখানা আর কল,
গো গেরাসে গিলতে বা কেউ
গড়ছে দেহের বল।
পর পারের আশায় কেহ
চলছে জীবন ভর,
রঙ্গ সুখে চলতে কেহ
ভুলছে আপন ঘর।
গাছ লাগিয়ে বাগান গড়ে
মনটা দাদুর খুশি,
দোস্তি গড়ে চলছে হেসে
ছোট্ট খুকির পুষি।
শোকের তারা গড়ছে বসে
বৃদ্ধা মনের বুড়ি,
অজ্ঞ দ্বীনে কর্ম হীনে
গড়ছে বা কেউ চুড়ি।
শোক অসুখে গড়ছে সদা
কান্না সুখের ঢেউ,
গড়ছে কেহ মনের আশা
জানছে না তার কেউ।
বাঁচতে সুখে চলছে গড়ে
মর্যাদা আর মান,
পরের ধনে পাহাড় গড়ে
গাচ্ছে বা কেউ গান।
ভাঙ্গা গড়া আজব খেলা
ভাবতে আমার মন,
গড়ছে কেহ ভাঙতে দেখে
হাসছে প্রতিক্ষণ।
===============
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/০৫/২০২০ইং।
ভালো থাকুন ।
পাতায় নিমন্ত্রণ রইলো ।
শুভরাত্রি ।
বড়ো সুন্দর পরিবেশনা।
খুব ভালো থাকবেন, প্রিয় কবিবর।
যে যেমনি পারে জীবনে খেলছে ।
অসাধারণ ভাব্নার অনবদ্য কাব্য ।
অজস্র শু্ভেচ্ছা, ভালোবাসোা ও শু্ভকামনা প্রিয় কবি ।
সু্স্থ ও সাবধা্নে থাকুন সবসময় ।
দারুন কাব্যময় হয়ে উঠে এসেছে কবিতার আসরে।
দারুন ভালো লাগল প্রিয় কবি, শুভ কামনা রইল।
ছন্দে ছন্দে হৃদয় জুড়িয়ে যায়।
অনেক অনেক শুভকামনা রইল কবি 😍😍
শুভকামনা রইল।
শুভেচ্ছা জানবেন কবি বন্ধু।
শুভেচ্ছা নিরন্তর প্রিয় কবি
ভালো লাগলো খুব প্রিয় কবি, শুভেচ্ছা জানবেন
ব্যকুল মন আকুল করা।
ঘরে থাকুন। ভালো থাকুন।সম্মানিত ও প্রিয় কবিকে জানাই অনেক। অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
সময় ফুরায়, শেষ বেলা ।
অনুভবের সুন্দর কাব্যকথা , মুগ্ধ ।
অশেষ শুভেচ্ছা , ভাল থাকুন সদা, প্রিয়কবি ।