নিষ্পাপ সম্পর্ক
বোরহানুল ইসলাম লিটন
==============
কোন বাঁধনে রাখছো খোদা
গড়তে দুয়ে জুটি,
দাদীর কোলে ছোট্ট নাতি
হাসছে কুটি কুটি।
চোদিক ধরা উঠছে জেগে
পড়ছে যেন ধুম,
ছোট্ট হাতে গাল দু’ ধরে
ভরছে দিয়ে চুম।
’টিপ দিয়ে যা’ বলে যখন
তুলছে উঁচে হাত,
মুখ দু’ যেন উল্লাসেতে
ভাদ্রে ভরা চাঁদ।
পাক প্রকৃতি খেলছে নিয়ে
অবুঝ দুটি মন,
আলো বাতাস সঙ্গে থেকে
হাসছে প্রতিক্ষণ।
ধন্য তুমি দয়াল বিধি
দেখছো হেসে খেলা,
সূর্য বুঝি মারতে উঁকি
গড়িয়ে দিল বেলা।
===============
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৫/২০২০ইং।
খুবই ভালো লাগলো
ধন্যবাদ প্রিয় কবি
ভাবধারায় জীবনমুখী গান।
অশেষ সুভেচ্ছা প্রিয় কবি।
চমৎকার ছন্দময় কবিতা।
অনেক অনেক শুভকামনা রইলো কবি 😍😍
পড়ে মুগ্ধ হলাম।
শুভেচ্ছা জানবেন কবি বন্ধু।
মাতার আশীর্বাদ।
অজস্র ধন্যবাদ। ভালো থাকুন সম্মানিত কবি।
শুভেচ্ছা কবির প্রতি ।
তাহলে তিনি কতটা দয়াময় ।
অসাধারণ এক কাব্যিক প্রয়াস
প্রিয়কবিকে শুভেচ্ছা একরাশ ।
কত না আপনত্ব ভরা যথা ।
অনন্য কাব্য । অশেষ শুভেচ্ছা প্রিয়কবি।
ভালো থাকুন , সুস্থ্য থাকুন।
সুন্দর কাব্যিকতায় মুগ্ধ হলাম।
খুব ভালো থাকবেন, প্রিয় কবিবর।
হাত / চাঁদ - ছন্দ মেলেনি
ভালো থাকবেন সবাই
কবিতা উপস্হাপনা করে গেলেন প্রীয় বরেণ্য কবি।
অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসায় রেখে গেলাম
কবিতার খাতা। ভালো থাকুন শুভেচ্ছা রইল।
মানুষের মাঝে এমন সম্পর্ক দেখে
দয়াল বিধি নিশ্চয়ই যার পর নাই খুশি হন।
এই তো চাই, এটাই ভালোবাসা, এটাই তো মানবতা।
খুবই আনন্দ পেলাম চমৎকার ছন্দ-ছড়ায়,
শুভ কামনা রইল প্রিয কবি।