নিষ্পাপ সম্পর্ক
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥

কোন বাঁধনে রাখছো খোদা
গড়তে দুয়ে জুটি,
দাদীর কোলে ছোট্ট নাতি
হাসছে কুটি কুটি।

চোদিক ধরা উঠছে জেগে
পড়ছে যেন ধুম,
ছোট্ট হাতে গাল দু’ ধরে
ভরছে দিয়ে চুম।

’টিপ দিয়ে যা’ বলে যখন
তুলছে উঁচে হাত,
মুখ দু’ যেন উল্লাসেতে
ভাদ্রে ভরা চাঁদ।

পাক প্রকৃতি খেলছে নিয়ে
অবুঝ দুটি মন,
আলো বাতাস সঙ্গে থেকে
হাসছে প্রতিক্ষণ।

ধন্য তুমি দয়াল বিধি
দেখছো হেসে খেলা,
সূর্য বুঝি মারতে উঁকি
গড়িয়ে দিল বেলা।

===============৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৫/২০২০ইং।