অনাথের আর্তি
বোরহানুল ইসলাম লিটন
==============
পথের ধারে পিচ্ছি বসে
গুনছে সারির গাড়ি,
ওর মনে কি সাধ জেগেছে
গড়তে দালান বাড়ি?
মুখখানি টি মায়ায় ভরা
চোখ দুটো মিট মিট,
হাড্ডি ভরা চিকনা গায়ে
দুই দিকে তার পিঠ।
ডাক টি দিয়ে জিজ্ঞাসিনু
নাম কি রে তোর খোকা?
বললো হেসে আচ্ছা তুমি
আস্ত সরল বোকা।
জন্ম থেকে বাপ মা হারা
রাখবে কে তার নাম!
এই সমাজে পাই কি মোরা
মন মানুষের দাম?
ঝোপের পাশে দাঁড়িয়ে ছিল
ছোট্ট শালিক ছানা,
ওর পেটেও যায় নি বুঝি
খাদ্য পানির দানা।
বিড় বিড়িয়ে বললো খোকা
দুখ জানি তোর কতো!
তুই কি পিতা মাতৃহারা
অনাথ আমার মতো?
===============
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/০৫/২০২০ইং।
মিল করে দুই অনাথের জীবন দুঃখের
কাহিনী । অপুরবা অনুভূ্তির মানবতাবাদী
কাব্য । হাজারো শু্ভেচ্ছা , ভালবাসা ও শু্ভকামনা প্রিয় সম্মানিত কবি ।
সু্স্থ ও ঘরে থাকুন সদা ।
শুভেচ্ছা রইল কবি একরাশ।
সুন্দর ছন্দ কাব্যে মুগ্ধ ।
অশেষ শুভেচ্ছা, ভাল থাকুন, প্রিয়কবি ।
আপ্লুত হলাম প্রিয় কবি।
সুভেচ্ছা নিরন্তর।
ভীষণ সুন্দর উপস্থাপনা।
অনেক অনেক শুভকামনা রইলো কবি 😍😍
দারুন দারুন দারুন
ভালো লাগলো ভীষণ প্রিয় কবি।
শুভেচ্ছা জানবেন,,,
অনেক ভালোবাসা ও শুভেচ্ছা প্রিয় কবি বন্ধুকে ।
প্রিয় কবিকে শুভেচ্ছা
"জন্ম থেকে বাপ মা হারা
রাখবে কে মোর নাম!
এই সমাজে পাই কি মোরা
মন মানুষের দাম?"
- সরকার পয়সাওয়ালা তথা সমাজের সকলশ্রেণীর মানুষের থেকে টেক্স নিচ্ছে। এই টেক্স সমভাবে সুষ্ঠু প্রক্রিয়ায় সকল শ্রেণীর কল্যাণে ব্যবহার করার দায়িত্ব সরকারের এবং সর্বসাধারণের। কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না।
সরকারের প্রায় সব বিনিয়োগের সুবিধাভোগী পয়সাওয়ালা মহল এবং মধ্যবিত্ত...
পথশিশুরা বঞ্চিত।
কোটি টাকার প্রজেক্ট তাদের কোনো কাজে আসছে না। সাধারণ বিবেকবান মানুষদের উচিত পথশিশুদের কল্যাণে আওয়াজ তোলা।
কবিতার জন্য ধন্যবাদ।
ঘরে থাকুন। ভালো থাকুন।সম্মানিত ও প্রিয় কবিকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
ভাল থাকুন সদা।
কে তাদের খবর রাখি রাতে বা দিনে!
নিজের মত চলি সবে ভর্তি করে থলি
ওরা সব মরে থাকে খাদ্যপানি বিনে!
দারুন লিখেছেন প্রিয় কবি,
শুভ কামনা রইল।