অনাথের আর্তি
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥


পথের ধারে পিচ্ছি বসে
গুনছে সারির গাড়ি,
ওর মনে কি সাধ জেগেছে
গড়তে দালান বাড়ি?


মুখখানি টি মায়ায় ভরা
চোখ দুটো মিট মিট,
হাড্ডি ভরা চিকনা গায়ে
দুই দিকে তার পিঠ।


ডাক টি দিয়ে জিজ্ঞাসিনু
নাম কি রে তোর খোকা?
বললো হেসে আচ্ছা তুমি
আস্ত সরল বোকা।


জন্ম থেকে বাপ মা হারা
রাখবে কে তার নাম!
এই সমাজে পাই কি মোরা
মন মানুষের দাম?


ঝোপের পাশে দাঁড়িয়ে ছিল
ছোট্ট শালিক ছানা,
ওর পেটেও যায় নি বুঝি
খাদ্য পানির দানা।


বিড় বিড়িয়ে বললো খোকা
দুখ জানি তোর কতো!
তুই কি পিতা মাতৃহারা
অনাথ আমার মতো?


===============৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/০৫/২০২০ইং।