প্রেমের জল
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
ভাবলে কভু দুঃখী আমায়
বলবো না তা একটু তোমার ভুল,
কিংবা যদি মন্দ বলো
কষ্টে তবু নড়বো না এক চুল।
ভালোর পিঠেই মন্দ ঘুরে
বিশ্বাসে মন বাঁন্ধে যদি বল,
এই কথাও অন্তে রেখো
প্রেম যদি বয় ঝরবে সেথা জল।
====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪/০১/২০২১ইং।
যেখানে আলো সেখানেই অন্ধকার, দুটোই অপরিহার্য।
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন কবি।
গড়ে চলুক অবিরল ।
প্রিয়কবিকে শুভেচ্ছা অফুরান ।
অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইল।
শুভেচ্ছা কবিকে একরাশ
অনেক সাধনার পরে এমন কাব্য ভাব আসে|সবাই আমরা
খারাপকে ত্যাজ্য করি আর আপনি কাব্যে যা বললেন ভোলার নয়|শিক্ষণীয় কাব্য ভাব বুনে দিন প্রতিটি অন্তরে|
শুভকামনা শুভরাত্রি|
দারুণ উপস্থাপনা সত্য প্রেমের প্রতিভাস।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় শ্রদ্ধেয় কবি ।
ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর ।
সমাহার ভালো হয়েছে
শুভকামনা রইল
জীবনকে দেখাতে পারে সাফল্যের সকাল।
খুবই ভালো লাগল প্রিয় কবি, শুভ কামনা রইল।
ভালো থাকুন, সুস্থ্য থাকুন সবসময়, শুভেচ্ছা ও শুভকামনা রইলো প্রিয়কবি ।