প্রেমের জল
বোরহানুল ইসলাম লিটন
====================@@@

ভাবলে কভু দুঃখী আমায়
   বলবো না তা একটু তোমার ভুল,
      কিংবা যদি মন্দ বলো
         কষ্টে তবু নড়বো না এক চুল।

ভালোর পিঠেই মন্দ ঘুরে
   বিশ্বাসে মন বাঁন্ধে যদি বল,
      এই কথাও অন্তে রেখো
         প্রেম যদি বয় ঝরবে সেথা জল।

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৪/০১/২০২১ইং।