সত্যের পথে
বোরহানুল ইসলাম লিটন
====================@@@

কেউ যদি না তোমায় মানে
ভেবে বোকার কুল,
কিংবা শুনে জ্ঞানের কথা
বললে সবই ভুল,

তবু তুমি সত্য বলো
হোক তাতে হৃদ টলোমলো

ঘাত প্রতিঘাত সয়েই শেষে
ফুটবে যেদিন ফুল,
দেখবে সেথা গাইবে সুখে
আবডালে বুলবুল।

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/০২/২০২১ইং।