সত্যের পথে
বোরহানুল ইসলাম লিটন
[email protected]@@
কেউ যদি না তোমায় মানে
ভেবে বোকার কুল,
কিংবা শুনে জ্ঞানের কথা
বললে সবই ভুল,
তবু তুমি সত্য বলো
হোক তাতে হৃদ টলোমলো
ঘাত প্রতিঘাত সয়েই শেষে
ফুটবে যেদিন ফুল,
দেখবে সেথা গাইবে সুখে
আবডালে বুলবুল।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/০২/২০২১ইং।
একদম। দারুন সুন্দর উপস্থাপনা। হার্দিক শুভকামনা রইল প্রিয় কবি।
চমৎকারপ্রকিশ প্রিয় কবিজী। ভালষথাকবেন সতত।
অসীম সত্য , সুন্দর ও ন্যায় অনুভবের
আহবানে চিরন্তন শিক্ষণীয় অনুকাব্য ।
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সম্মানিত বরণ্য কবি ।
লক্ষ্যে দৃঢ় থাকবার প্রেরণাদীপ্ত কবিতা। অশেষ মুগ্ধতা রইলো সম্মানিত কবির পাতায়।
এক কথায় অনবদ্য।। শুভেচ্ছা জানবেন সতত সম্মানিত কবি। ভাল থাকবেন সবসময়।
অসাধারণ...... সত্যের কোন বিকল্প নেই...
অনবদ্য কবিতার ভাব,ভাবনা।অপূর্ব এক কথায়!
মুগ্ধতা ,শুভেচ্ছা রইল কবি একরাশ!শুভ সন্ধ্যা
ভীষন সুন্দর ছান্দিক উপস্থাপনা।। শুভকামনা রইলো প্রিয় কবিবর।।।
দারুন দারুন
খুব সুন্দর মনকাড়া
মুগ্ধ !
প্রিয়কবিকে অশেষ শুভেচ্ছা জানাই, ভাল থাকুন সদা !
অনন্য সুন্দর ও ছন্দময় রূপকের আড়ালে সত্য ও অধ্যবসায়ের মনোমুগ্ধকর চিত্র এঁকেছেন।
নিরন্তর শুভকামনা প্রিয় কবি। ভালো থাকুন প্রতিক্ষণে।
অনেক সুন্দর হয়েছে কবিতা খানি
চমৎকার এবং সুন্দর নীতি কথা। অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি।
রূপকে , সুন্দর উপমায় সুন্দর নীতিকথা , কাব্যভাব প্রকাশ , মুগ্ধ ।
প্রিয়কবিকে অশেষ শুভেচ্ছা জানাই, ভাল থাকুন সদা ।
ভারী চমৎকার ও যথাযথ বক্তব্য। অপূর্ব অভিব্যক্তি।
শুভেচ্ছা জানবেন ,কবি বন্ধু।
একদম সঠিক কথা বলেছেন প্রিয় কবি। সত্যই সুন্দর এবং শ্বাশত। খুবই ভালো লাগলো। শুভেচ্ছা চিরন্তন।
ছড়ায় ছন্দে অনন্য রৃপকে সাজানো অনুপম নিবেদন।।ভীষণ ভালো লাগলো।।অনন্ত শুভেচ্ছা জানাই শ্রদ্ধেয় কবি ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময়।।
অনেক অনেক মুগ্ধতা ও ভালোলাগা প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
অপূর্ব। গাচ্ছে কথাটি গাইবে করলে কেমন হয়, যদি
ভাবেন।
হার্দিক শুভেচ্ছা রইল প্রিয় কবি। ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
বা বা বা! খুউব সুন্দর করে বললেন! বেশ ভাল লাগল... ছোট্ট অথচ সুন্দর!
অশেষ শুভেচ্ছা ও ভালবাসা রইল।
কবি সুন্দর সত্যের পথে ভাল লাগল ধন্যবাদ।
শিক্ষণীয় সুন্দর কবিতা!
অসাধারণ লেখনী প্রিয় কবি।
সত্যের পথে বাধা-বিঘ্নতা এলেও-
সত্যের আলোয় আলোকিত হয় চারপাশ!
সত্যের পথে চলো
সত্য কথা বলো
দেখবে ভাঙবে না কোন কূল,
জীবন নদী বইবে নীরবে
থাকবেনা দোলাচল দোল।
ভালো লিখেছেন প্রিয় কবি। ভালো থাকবেন সতত।
খুব সুন্দর কথামালা কবি দা
খুব সুন্দর কবি , মন ছুঁয়ে গেলো, মুগ্ধ হলাম
শুভ সকালের অনন্ত শুভেচ্ছা ,
ভালো থাকুন সদা
অসাধারণ মানবতাবাদী আবেগের অনবদ্য কবিতা মঞ্জরির অপূর্ব উপস্থাপনা।
খুব ভালো থাকবেন, প্রিয় কবি।
শুভেচ্ছা অবিরত।
সত্যে থাকো দৃঢ়ভাবে
সত্যে বাঁধো মন,
ঝড়-ঝঞ্ঝার মাঝেও থাকো
সত্যে সারাক্ষণ।
খুব সুন্দর
শুভেচ্ছা নিরন্তর।
অসাধারণ! জাস্ট অসাধারণ প্রিয় কবি! কে কি ভাবলো তা না ভেবে নিজের কাজ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ এবং তাতে একদিন সফলতা আসবে! আর তাতেই নিন্দুকেরা স্তুতি গাইবে! মুগ্ধ হলাম! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
সত্য অবিনাশী।
কেউ মানুক আর নাই মানুক,
একদিন না একদিন তা প্রকাশ পাবেই।
দারুন একটা বোধের কবিতায় মুগ্ধ হলাম।
অনেক শুভ কামনা রইল প্রিয় কবি।