আমি হলাম বাংলার কৃষক
থাকি রোদে পড়ে
বৃষ্টিতে ভিজে ফসল ফলাই
সন্ধ্যায় ফিরি নীড়ে।
পাকা ধান জমির মধ্য
নষ্ট হবে ফসল
কৃষক আমি কাটবো ফসল
পাব মূল্য আসল।
জেগে ওঠো সকল কৃষক
হও বলিয়ান
ন্যায্য মূল্য আদায় জন্য
হও আগুয়ান।
আমরা কৃষক পাবোনা মূল্য
কাঁদবো কতকাল
কাঁন্না ছেড়ে প্রতিবাদ করো
ছেড়ে দিও না হাল।
বুঝিয়ে দিব আমরাও মানুষ
আছে অধিকার
থাকবো না আর খেলার ফানুস
করো অঙ্গীকার।
কবির কাব্যে ফুল ঝরুক।
ভালো লাগলো। ভালোলাগা রইল।
সুস্থ থাকুন ভালো থাকুন কবিবর।
শুভেচ্ছা ও অভিনন্দন
ঘরে থাকুন সুস্থ থাকুন সবসময় প্রিয় কবি।
ভালো লাগলো বেশ প্রিয় কবি।