প্রথম যেদিন আমি দেখিয়া ছিলাম তোমাকে
দাঁড়িয়ে ছিলে তুমি পাশের ছাদে।
হলুদ রঙের কাপড় পড়ে
ফুটে উঠেছিল তোমার রূপের সৌন্দর্য
এই প্রকৃতির মাঝে।
মৃদু বাতাসে দোল খাচ্ছিল
তোমার মাথার ওই কেশ।
তুমি মিষ্টি করে হাসতে ছিলে
পড়ন্ত বিকেলে এই প্রকৃতির মাঝে।
আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম
তোমার এই হাসিমাখা মুখের দিকে।
কখন যে তুমি আমার এই হৃদয়ে
জায়গা দখল করে নিয়েছিলে।
আমার এই মনের অজান্তেই
বুঝতে পারি নাই আমি।
আমার মনে হইতেছিল আমি
কি কল্পনার জগতে আছি
না বাস্তবে তোমাকে দেখতেছি।
মনে মনে বলতে ছিলাম
হে রমণী তুমি কি হবে
আমার এই রাজত্বের মহারানী
কেড়ে নিয়েছো আমার এই মনটাকে।
সবকিছু তার আপন লাগে! শুভ কামনা রইল কবি -
বাহঃ দারুণ এই প্রেমে কবিতায় ।
লিখেগেলেন প্রীয় কবি।
অসংখ্য পরিকল্পনা ও ভালোবাসা রেখে গেলামা
কবিতার খাতা।
কবির জীবনে আসুক প্রেমের সুবাস।
মন ছুঁয়ে গেল।
কেরেছ > কেড়েছো
মহানবমীর শুভেচ্ছা।