স্বর্গে দেবাসুর দ্বন্দ্ব ;
শূন্যের অধিকারে মত্ত ।
শারীরিক ক্ষমতায় হীন
মনে তার নিদারুণ প্রয়াস –
নিকৃষ্ট মানব !
তারই ক্রীড়নক ।
এই ভূমি সেই রণাঙ্গন -
ত্রিভুজের তিন কোণ
দুই সমকোণ ।


বিস্তারে দীর্ঘ বাহু,
অভিন্ন দীর্ঘ কোণ -
ঘুরে চলে কালিমার ভয়াল আঁধারে ;
অভিনব অধিকার খেলা ।
শেষ হবে বাসনার লেনদেন
জলকেলি মিছে সারাবেলা ।


গতি থেকে বাড়ে গতি,
আরো গতি
হতবাক দেবকুল!
অসুর নির্বিকার!
দুই বাহু সম্মতি
মিলে হবে একাকার ।
তৃতীয়টা হবে লীন ;
হিসেবের ফাঁদ পাতা জালে।


বিষাদের ক্ষণকাল,
রহস্য ঘনীভূত খেলা,
থামবে না ।
জন্মাবে গুণগানে, ভয়ানক মায়াজাল ;  
আহ্লাদে প্রিয়জন, ত্রিভুবন ।
ত্রিভুজের তিন কোণ
দুই সমকোণ।