বর্ষা সাথে ভ্যাপসা গরম হলো দূর ,
দাবদাহ  ধরনীর বর্ষনে হলো সুশীতল  ।
শীতল সমীর বয় জুড়ায় শরীর ,
ক্লান্ত দগ্ধ বসুধা জাগে হয়ে চঞ্চল ।


ঝমঝম টুপটাপ পড়ে ঝিরঝির ,
রিমঝিম রিমঝিম আরো ঝিরঝির  ।
বসুধা সেজেছে মেয়ে বর্ষা বাদল ,
গুরুগুরু দামামা মেঘে বাজায় মাদোল ।


বৃষ্টির জলে  ভিজে খেচর মাতাল ,
আনন্দে নেচে চলে এ ডাল ও ডাল ।
প্রকৃতির একি খেলা সৃষ্টির কোলে ,
ঘনঘোর বরিষনে সূয্যি  হাসে খেলে ।


আকাশের মুখভার ঢেকেছে কালো ,
যখন কান্না থামে লাগে যে ভালো  ।
গাছে গাছে পাতাগুলি ভিজে অবিরল ,
বৃষ্টির জল পেয়ে তারা উচ্ছল  ।


কখনো ঘনিয়ে আসে আঁধার করে ,
কখনো বাদর ছায়ে যায় যে ভরে  ।
কখনো সূর্য হাসে আকাশের গায়  ,
কখনো সূর্যস্নাত  মেঘে মেঘে ছায়  ।


কখনো পথ ঘাট ভাসে জল থৈ থৈ  ,
কখনো গরজে মেঘ বিজুরী  চমকায়   ।
বাদল নেমেছে হলো শীতল ধরনী  ,
বারিদ সলিল ভরে নিনাদে তটিনী  ।


*******************
দুপুর - ১: ০৫ মিনিট ।
১২/০৬/২০২০ শুক্রবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।