ফুল  ফোটে স্নিগ্ধ সৌরভ তার ছোটে বনময় ,
নব কিশলয় জাগে বৃক্ষে নব জীবন আলোকময় ।
নব পত্রিকার আগমনে বৃক্ষ লতা পরিপূর্ণ নবীন যৌবনে ,
ভরা যৌবনে সৌন্দর্যময়ী বনানী সাজে অতি সংগোপনে ।
বনবীথি ভরে যায় ফুলে ফুলে রঙীন হয় মাতাল সৌরভে ,
মধুকর তথা ধায় মধুরস সংগ্রহ তরে যথা ফুল জাগে অনুভবে ।
পুষ্প সনে লুটোপুটি পরাগরেনু মেখে সারা গায় ,
কি যেন প্রেমাভিলাষে  তারা নিজেরে  বিলায় ।
শুভময় শুভদিনে সুবাস বিলিয়ে তারা দেয় সংগোপনে ,
বীজ মধ্যে নববৃক্ষ ঘুমিয়ে থাকে অতি সন্তর্পনে ।
শাখে শাখে পুষ্প জাগে অভিমানে অনুরাগে ,
ফুলদল ফুলরেনু ছড়িয়ে দেয় প্রেমাবাগে ।
চম্পা চামেলি শোভে গোলাপেরি কুঞ্জবাগে ,
প্রজাপতি রঙীন ডানা মেলে জড়ায়ে  ধরে সোহাগে ।
পূব আকাশের গায় হাসে নীল নীলিমায় ,
তরুণ তপন নভোনীলে লাল আবীর ছড়ায় ।
ঊষার লগনে ভাসে ফুল চন্দন সুবাসে ,
রাতের নিকষ কালো সরে যায় আভাসে ।
ভোরের অরুণ রাগে নব প্রভাত ঐ জাগে  ,
মলিন হয় অমানিশা নবোদয় সূর্য রাগে  ।


           **************
বিকাল - ৩ : ৩৭ মিনিট ।
০২ / ০৪ / ২০২০ বৃহস্পতিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।