রমণীর বৃহৎ কাজ মনে প্রাণে মানতে পারেনা সমাজ ,
পদে পদে প্রমাণ পেয়েও নেইকো ওদের লাজ ।
মাতৃমূর্তি নারী জাতি দেখাও তোমার শক্তি ,
তবেই বাঁচবে কলঙ্কিত সমাজ তবেই পাবে মুক্তি  ।


নারী জাতির অবমাননা চলছে অহরহ ,
তার কি হয়েছে প্রতিবিধান করেছে কি কেহ  ?
নারীরা কেবল ভোগের বস্তু আর জানেনা কিছু ,
তাই শাঁখা সিঁদুর লোহা পরিয়ে রাখতে চায় পিছু ।


ঐ শোন ঐ পদধ্বনী সজাগ নারী জাতি ,
সমাজ এবার সজাগ থেকো ঘুচবে এবার বজ্জাতি ।
লোহার বলয়  সিঁদুর দিয়ে কি ঢাকা যায় বুদ্ধিমন ?
নারী যখন বুদ্ধি ধরে শক্তি ধরে ,বাঁচে সৃষ্টি তখন ।


        *******************


বিকাল -৩ : ৫০ মিনিট ।
২৬ / ০৭ /২০২০ রবিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।