সে বাতাস চাইলে ও পারে না মুক্ত বিচরণ ,
তার পরম ধর্ম প্রাণ বায়ু দান, শীতলী করণ ।
আছে বাধা-বন্ধন ঝোপ-ঝাড় -জঙ্গল, শহর ,
আবার তপ্ততাপ সহ্য চাই সে ভরা দু’প্রহর ।


তবু গতির ধারা অনাবিল অকাতর সম্মূখ ,
বাতাস জানে তার কর্মে সকলে পাক সুখ ।
এমত মহতী ভাবনায় পবন পায় না পার !
সকলে, সময়-অসময় প্রদূষণে ভরে তার ।


বৃথা সে জ্ঞানী কেন করেণ চিন্তা অনুশোচন ,
কষ্টকর ! সবে বোঝানো সত্য সে জ্ঞান রতন ।
কর্মজীবন হোক না , স্বার্থত্যাগী মোহ ছাড়া -
যদি বা কখনো সুদিনে মোড় নেবে এ ধরা ।


(ইং-০৫-১০-২০১৯)