ভাগ্য গড়া হয় সুযোগে নিজের হাতে ,
দৈবশক্তি ,রাতোরাত গড়ে দেয় না হাতেনাতে ।
      এ কাজটা একায় সুচারু হয় না তাই -
সবার চাই হৃদ্যতা, শুভভাবনা মনেতে ইচ্ছা সদাই ।
     স্বাধীনের পর দেশে অনেক সময় পার ,
গুনে-গুনে শেষ হ’ল আজ পর্যন্ত বাহাত্তর বছর !


     গ্লাসিয়ার পুরু বরফ হ’ল বিগলিত,- জল -
সাগরে তুফান তীব্র, শান্ত হ’ল না, অশান্ত অতল ।
     বহমান ধারা কালে-কালে দেশে দুর্যোগ ,
নব্য- নূতন ভাবে দেখি আজ ‘করোনার’ সংযোগ ।
     বিপদে সংঘর্ষ, আবহমান কালের- নজির -
অরাজগ অব্যবস্থা শোভা দেয় না চাহিদা সে গদির ।
     শুধু কী সুনাম, মোহ ঐশ্বর্য্য- কর্ম মাঝ-
ধর্ম-সেবা, কর্ম-জ্ঞান ,শুধুমাত্র কী মোহিনী আঁচ ?


      হাহাকারে ভরা সহস্র হাজার জনতা ,
পথে-হাঁটা দৃশ্য পাটা, অভুক্তে, ভীষণ কাতরতা ।
      যাত্রী, দলে দলে তারা সংখ্যায় প্রচুর ,
শিশু-জননী ,দিনমজুরে শ্রমিক কাতারে ভরপুর ।
    হাজার কিমি পথ হেঁটে ঘরমুখী সে মরিয়া -
সর্বহারা, অসহায়- নিপীড়িত- শোষিত দুঃখী হিয়া ।


     বৃহত্তর কর্মকাণ্ডের সে পরিচালক দল ,
শাসক সীমারেখা অধিকার, কোথা আজ সফল ?
     দুর্দিনে অদেখা করা কেন অপার খবর ,
কেন নেই বাঁচার ব্যবস্থা এ পল্লবিত ধরার উপর ?
     কি নেই দেশে বিদ্যা-বুদ্ধি ,ধন-সম্পদ ,
খাদ্যে ভরা আড়ত, পরিমাণ তার অফুরণ অগাধ ।
     নির্ভীক সুকর্মী তারা সংখ্যায় লক্ষে পাটা ,
দুর্যোগে মাত্র বাঁচিতে চায় ,কর্ম বদলে রুটি-আটা ।
     দেশে আশ্রয় স্থল, বাস্ আর রেল স্টেশন ,
তারা লকডাউনে কাটাতে পারে সেথা পেলে শরণ ।


(ইং-১০-০৫-২০২০)