পার করে শীতঘুম, উত্তর মেরুর
এই বুঝি সুখ ফেরে বৃক্ষ-তরুর ,
আলোর দেখা পেয়ে সে বিটপীকুল
ভাবে, ফুটাবে কত না রঙের ফুল ।


অসহায় নির্বাক অচল সকল
মেলে নি কালে সুখ, দুঃখ অতল ,  
দয়ার উপর ওদের বাঁচামরা চল
এমনি ভাগ্য ঘনায়, সকলি নির্বল ।


যদিও বহুমতের রাজ্যাভিষেক
সবই মনের মত হবে না যতেক !
মাঘ আসে শীত যায় একই ধারা
ডুবন্ত পায় না পার- কূলকিনারা ।


কামনা, জপী-তপি, গরীব পোষক ,
ত্যাগী, হিতার্থী, দেশে জন-শাসক ।
অন্যথা, ধারাপাত সুর আগাগোড়া ,
যতোদিন না হবে সততায় মোড়া ।


(ইং-২৬-০৯-২০১৯)