অনাচার অধর্মের অকর্ম মুরদ
বাঞ্ছাটা প্রবল হাতাতে জগৎ ।
কত তপস্যার ফল নর জনম
কেন উদরে ভরা ক্লেদাক্ত দম ?
রোগ হয় বৃদ্ধি অশুভ না কম
শিয়রে দাঁড়িয়ে দণ্ডহস্ত যম ।


কুম্ভীর রোদন, মনকাড়ে ভূবন
মালকড়ি ছড়াছড়ি নিজ আঙন ।
সমাজে হতে চায় বিশ্বাসীপাত্র
শহীদবেদীতে মায়াকান্না মাত্র ।


এ জগৎ উত্থান সৎএর ক্লেশে
সে ছুপেরুস্তম অকারণে নাশে ।
শিকারের আদত, কায়দা করে
বন্দুকটি রাখে অপরের ঘাঁড়ে
কদাচারে লোভী, হীনতা চরিত্র
সে গড়ে তোলে ধরা- অপবিত্র ।


(ইং- ১৯-০২-২০২০)
"লোভীরা তৎপর সদা পরস্ব হরণ
অপরের কাঁধে ব্ন্ধুক রেখে চালন ।
আন্তরিকতা নেই তবু কুম্ভীর ক্রন্দন ,
দেখাদেখি শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন । "--(দিপ্তী রায়) ।
আমার কাব্য “কাঁধের খোঁজ-(ব্যঙ্গ)”, অতি সুন্দর মন্তব্যে মুগ্ধ হয়ে
শ্রদ্ধেয় প্রিয়কবির নামে, (দীপ্তি রায়-১৯/০২/২০২০,উত্তর পাই )
কাব্যটি আজ আসরে প্রকাশ ।