নড়ে না ব্যাধি-জ্বর ! রোগাক্রান্ত-অসুখ
কাজে আসে না আর তাকতুক-ঝাড়ফুঁক !
সাধু মহা চিন্তিত তবু চেষ্টা তাঁর অবিরত
কেন সারে না রোগব্যাধি, পূর্বকাল মত ?


দ্যাখে, পুরো আশ্রম ভরা অশেষ ভেজাল
হুঁকো-নৈচে-কলকে-খোল্-আর তার জল ,
তামাক-গাঁজা-ভাং ,উৎপাদন করে এ মাটি
আজ রাসায়নিক মিলাবটে কিছু নয় খাঁটী ।


সাধুর কৃচ্ছ্র সাধন, -তপস্যা হয় না সফল
জ্ঞান-ধ্যান, জপতপ, যজ্ঞ-হোম- নিষ্ফল ।
ঐশ্বরিক দীপ্যমান শক্তি ভরে না অন্তর
পূর্ববৎ ব্যাধি নির্মূল, আজ পারে না মন্তর ।


(ইং-০৭-১১-২০১৯)
*-নৈচে > নলিচা ।