উঠতি বয়সের গরু বেশ কাজের, উত্তমে চাষ
জোয়াল টেনে টেনে তার কষ্টে ওঠে নাভিশ্বাস ,
খোরাকে ঘাস জোটে না, খায় শুকনো কুটো
জিরজিরে হাঁড় বের করা, তার পাঁজরা দু’টো ।


কৃষক, পরিশ্রমের ফসল বেচে হাটে
কষ্টে আধা বা সিকিভাগ তার মূল্য জোটে ,
বাকি লাভ নিয়ে যায় চালাক দাদনদার
ভুখা পেটে কিষাণ খাটে মাঠে- প্রতিবার ।


সর্বহারা শ্রমিকের শ্রমই সাধন জীবিকার
বহমান ধারায় জীবনে শোষণ তার-অনিবার ।
অঢেল লাভে ফন্দি আঁটে দালাল বর্গ-দল-
গরীব বুকে রোলার চালায় তারা যে বড়ো খল ।


মায়াধাম দেখিয়ে পুরুত, গরীব করে জয় ,
নরক যাতনার কথা পেড়ে পুনঃ-পুনঃ দানে ভয় !
ভরণ-পোষণের রামবাণে, শ্রমিক হয় কাৎ ,
ধনীর যাঁতায় আর্তর পেষণ, পাতা মহা ফাঁদ ।


(ইং-১১-০৫-২০২০)