অনেক হ’ল শত্রুতা, দ্বন্দ্বে, জীবন অপচয়  
মনুষ্য দ্বারা সজাতি মানুষ- তাকে খর্বকরা সব সময় ,
সভ্যতার ধাপে-ধাপে মানুষ আজ জাগে
সুশিক্ষায় কেন সে ঝুঁকি নেবে অপকাজে -সুযোগে ?


নিজেরি কৃত্য সে অতীত ,জঘন্য কর্মকাণ্ড
মানুষের শয়নে-স্বপনে পশাত্তাপ, ধিক্কারে প্রচণ্ড !
কারণ আকারণ- ধর্মরে অধর্ম করে সম্বল
তারা স্বার্থান্ধে দাবানল জ্বালায় সমগ্র শান্তির অঞ্চল ।


একই ভূভাগের সম-রক্তে গড়া ভাইচারা
নিমেষে করে একে অপরের- আপন ঘরদুয়ার ছাড়া ।
বিষাক্ত হিংসার রক্তবীজ ,এখনো সজীব !
বক্ষমাঝে কত-কতরা দুর্নীতি পোষে, আজিব আজিব !


প্রবুদ্ধের বুদ্ধির ভাঙন- ক্ষত কত মস্তিষ্ক ,
তার মাঝে ভুল বোঝাতে, নির্বাপিত হ’ল বহু জ্যোতিষ্ক ।
তবু বিরাজে ,অদম্য দয়ালু মানব পরাণ ,
খুঁজে পথের সন্ধান নিঃসন্দেহে মানব দানিবেই পরিত্রাণ ।


(ইং-২৬-১০-২০১৯)
*- হিন্দী শব্দ, আজিব আজিব > বিচিত্র রকমের ।