সাহেস্তায় হিংস্র-দুষ্টু জানোয়ার
উঁচালে লাঠি,থরহরিকম্প সবার ।
অসাধ্য কাজ হয় লাঠির জোরে
লাঠি ! বিনা বাক্যে শাসন করে ।


সাহায্যে লাঠি, সোজা পথ শিক্ষার ,
সে শাসনে কার্যকর, উত্তম প্রহার ।
তার প্রতিক্রিয়ার অসীম এক্তিয়ার  ,
তবু ,অসম্ভব করা শান্ত- প্রতিবার ।


জ্ঞান না- জ্বালাপোড়া ,মধু মোড়া ,
না তুলনায়, লাঠিসম- নির্দয়ী কড়া ,
জ্ঞানের ছোঁয়ায় তপ্ত মন জুড়ায়  
হয় দগ্ধ হৃদয়, শান্ত শীতলতায় ।


না উচিত উপেক্ষা, অমৃতসম জ্ঞান
না করা অবজ্ঞা আরো প্রত্যাখ্যান ।
দয়াবান লাঠিরে মানি- বন্ধু অগাধ ,
সে পরিপক্ক জ্ঞানে, লাঠি হয় মাত ।


(ইং-০৬-১০-২০১৯)