অসহ্য দাবদাহ ! প্রাণে বাঁচা কষ্টকর ,
শীতল বারিতে সিন্ধু ,মনে হয় দেই ঝাঁপ ।
তাপে জল যে ভরসা, সেথা কমিবে উত্তাপ ,
কিন্তু হতে হয় সাবধান , স্থানটি সাগর ।


সে বারিধি ভরা লোভাতুর, হিংস্র হাঙর
জোর ক্ষমতার , তার রাজ্যে সে শক্তিধর ,
আছে বড়ো দুর্বলতা- হাঙর নয় উভচর
ডাঙাটা নিরাপদ, সে আসে না উপর ।


আকাশে ভাসে মেঘ, চাতক যাচে বারি ,
এক ফোঁটা জল লাগি কাতরে স্বর ভারী ।
মাতা বসুন্ধরা-রত্নাগর্ভা, সম্পদে বলিহারী ,
আঁচলে আশ্রিত-অজুত নিরাশ্রয়- ভিখারী ।


(ইং- ০৮-০২-২০২০)