======================


বড্ড অচেনা এ মন
কিছুতেই কথা বলা যায়  না যখন
কারণ, অকারণ
অনর্গল শুধু
কথাই বলতে ইচ্ছে করে তখন।


তাকানোই যখন বারণ
বারে বারে, ফিরে ফিরে তবু
তাকেই কেনো দেখতে চায়
অবুঝ এ মন।


এমনই কেনো হতে হয়
অফুরন্ত যখন সময়
সময় নেই তখন
কথা বলার  
ফিরে তাকাবার
ছন্দ খোঁজার
ফুল কুঁড়াবার  
খোঁপা  সাজাবার।
অনন্ত সময় এখন
এই কি জীবন ?
মায়া, মরীচিকা, কুহেলি
তবু অতি সাধারণ।
=======================