.     জ্ঞান বিতরণে জেনে নিও আগে
      জ্ঞানের পিপাসা আছে নাকি তার;
      অবোধের সাথে যদি দিনে-রাতে
      জ্ঞানকথা কও, হবে অবিচার!


রাখিও স্মরণে, জন্তুর সাথে জোর করা যায়,
        মানুষের সাথে নয়;
জবরদস্তি করে মূর্খরে করা যাবে নাতো
        পণ্ডিত নিশ্চয়।


অহমিকা যার আছে, বলো নাকো তার কাছে,
        কখনো জ্ঞানের কথা,
মূর্খের মতোন সে আপনাকে জ্ঞানী ভেবে,
        করে যাবে বাতুলতা।


    জ্ঞান লভে তারা, আগ্রহে যারা
লব্ধ জ্ঞানীর বাণী শোনে দিবাযামী;
    অহমিকা ছেড়ে এই সংসারে
সবিনয়ে বলে, 'কিছুই জানি না আমি'।


০২/১২/২০১৯
মিরপুর, ঢাকা।